বিকাল ৫:২৩, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগার এ স্বাস্থ্যসেবার আয়োজন করে। এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন চিকিৎসক জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মেহেদী হাসান রোগীদের চিকিৎসা দেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারে এই সেবা দেওয়া হয়।
চিকিৎসা সেবা নিয়ে স্থানীয় পাঁচুরচকের বাসিন্দা রাবেয়া বলেন, কয়েক দিন ধরে শরীরে ব্যথা ও মাঝে মাঝে জ্বর আসছিল। আজ গ্রামেই ডাক্তার আসায় তাদেরকে দেখিয়েছি। ওষুধও পেয়েছি। এই উদ্যোগটা খুবই ভালো।
পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন রাসেল জানান, এলাকাবাসী ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। এখানে ডায়াবেটিক পরীক্ষা এবং পেশার মাপা হয়েছে। দুইজন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের দেখেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান বলেন, আমাদের রূপালী সংঘ ও পাঠাগারটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করি। এই ধরনের সেবা কর্মসূচি ভবিষ্যতেও চালিয়ে যাব।