বিকাল ৫:৪৬, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পোর্টস ডেস্ক : তিন পেসার নিয়ে একাদশ সাজালেও বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন। মিতব্যয়ী বোলিংয়ে ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে রাখেন তিনি। তবে পেসাররা সুবিধা করতে পারেননি। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন শাই হোপ। এ ছাড়া ৪৪ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে।