সন্ধ্যা ৭:১০, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশের সামনে ফাইনালের টিকিট কাটার বড় সুযোগ। আজ ভারতকে হারাতে পারলে সেই পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। অধিনায়ক লিটন দাস খেলছেন না। অধিনায়কত্ব করছেন জাকের আলি।

একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ—
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।