বিকাল ৫:৪৮, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪১, বৃদ্ধের মৃত্যু


বরিশাল প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে একদিনে নতুন করে ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরগুনার হাসপাতালে। যার সংখ্যা প্রায় ৪০ জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ১৮ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ২৫ জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ১৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ভোলার হাসপাতালে ৫ জন, পিরোজপুরের হাসপাতালে ১৯ জন এবং ঝালকাঠি হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১৬ হাজার ৬৭৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শেবাচিম হাসপাতালে হাবিব হাওলাদার নামে ষাট বছর বয়সী একজন মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই কর্মকর্তা আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতন না হলে সংক্রমণ কমানো সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না। বাসা, বাড়ি আঙ্গিনা, ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিচ্ছন্ন রাখতে হবে।