দুপুর ২:০৫, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
দুই যুগ আগে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানিতে যুক্তি উপস্থাপন শেষ করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার জন্য (সিএভি) যে কোনো দিন ঘোষণা করা হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।