রাত ১০:৪৯, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার।
রোববার (২ নভেম্বর) তার বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিকেলে দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এ সময় ছাত্র, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে দিলীপ কুমার সরকার বিদ্যালয় থেকে নিজ বাড়ির পথে রওনা হন। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।
দিলীপ কুমার সরকার ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কারিগরি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দায়িত্ববোধ, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি মমতার কারণে তিনি সবার ভালোবাসা অর্জন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী বলেন, দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে এসেছে বহু সাফল্য। তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের আজকের এই আয়োজন। আমরা সবসময় তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।
বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আজকে তারা আমাকে যে সম্মান জানিয়েছেন, এটি আমার জীবনের জন্য এক গর্বের মুহূর্ত।