দুপুর ২:৫৫, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

সিটির সাজানো সংসার বারবার কেন ভাঙে, জানালেন কোচ

স্পোর্টস ডেস্ক
সাম্প্রতিক ফর্ম খুব একটা সুবিধার না হলেও ইনজুরিতে বিপর্যস্ত রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে পেয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচে দুই দফায় এগিয়েও যায় তারা। তারপরও শেষ মুহুর্তে গিয়ে তাদের সজানো সংসার ওলট-পালট হয়ে গেছে।

৮৫ মিনিট পর্যন্ত ম্যানসিটি এগিয়ে ছিল ২-১ গোলে। সেখান থেকে যোগ করা সময় মিলিয়ে মোট ৬ মিনিটের মাথায় রিয়াল বদলালো ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৩–২ গোলের ব্যবধানে রিয়ালের কাছে হারে সিটি। অবশ্য সিটির সঙ্গে এমনটা প্রায়শই ঘটে! চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সবমিলিয়ে ম্যাচের শেষ ১৫ মিনিটে মোট ৭টি গোল হজম করেছে সিটি। প্রথমে এগিয়ে যাওয়ার পরও তিন ম্যাচে হেরেছে তারা। তাই গতকালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন পেপ গার্দিওয়ালা।

সিটি কোচ বলেনর, ‘২-১ গোলে এগিয়ে থাকার পর যেটা ঘটেছে, সেটা এই মৌসুমে অনেকবার ঘটেছে। ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, ব্রেন্টফোর্ড, (ম্যানচেস্টার) ইউনাইটেডের বিপক্ষেও ঘটেছে। শেষ দিকে আমরা হাল ছেড়ে দিয়েছি। এই স্তরের ফুটবলে বিষয়টি খুবই কঠিন। প্রথমবার নয়, অনেকবার ঘটেছে, আর সে কারণেই এটা কঠিন।’

‘আমার দায় মেনে নিতে কোনো সমস্যা নেই। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষারোপ করা হাস্যকর। দায়টা আমাদের সকলের, প্রথমে আমার এবং অবশ্যই খেলোয়াড়দেরও।’-যোগ করেন তিনি। এগিয়ে থেকেও গুরুত্বপূর্ণ এই ম্যাচে এভাবে পয়েন্ট হারানোয় হতাশ জন স্টোন্স। সিটির এই ডিফেন্ডার বলেন, ‘আমরা অনেকটা সময় পর্যন্ত ম্যাচে ছিলাম এবং তারপর দুটি ঘটনা ঘটে এবং আমরা গোল হজম করি। একজন ডিফেন্ডার হিসেবে এই ফলাফল হতাশাজনক। রাগ এবং হতাশার অনুভূতি হচ্ছে।’

‘কোচ বলেছেন যে, আমরা মাঠে যা করি তার জন্য আমাদের দায় নিতে হবে, আমার মনে হয়, আমরা তা নিই। এই কঠিন মুহূর্তগুলোয় আসলে আমাদের সবার এগিয়ে আসা উচিত।’-যোগ করেন তিনি।