ভোর ৫:৫৩, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

ফেব্রুয়ারিতে হবে পিএসএল, প্লেয়ার ড্রাফটে ২০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর পাকস্তান সুপার লিগ (পিএসএল)। এবারের আসর মাঠে গড়াবে ফেব্রুয়ারি মাসে। ৬ দলের এ টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ থেকে ২০ ক্রিকেটারের নাম আছে ড্রাফটে।

শনিবার (৯ জানুয়ারি) পিএসএলের ড্রাফট তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন ২০ জন বাংলাদেশি ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

গোল্ড ক্যাটাগরিতে আছেন ১১জন ক্রিকেটার। তারা হলেন – আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালী, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন এবং তাসকিন আহমেদ।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সিলভার ক্যাটাগরিতে আছেন আবু সায়েম চৌধুরি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন এবং নাসুম আহমেদ।

আগামী ১০ জানুয়ারি লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটকে সামনে রেখে নিজেদের রিটেইন ক্রিকেটার এবং ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকাও জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আগামী ২০ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ।