সকাল ৬:২৮, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি গ্রাহক আছে এই প্ল্যাটফর্মটিতে। এবার সবচেয়ে বড় ফিচার নিয়ে এলো সাইটটি। হোয়াটসঅ্যাপ সারাক্ষণই ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য সাইটি আপডেট করেই চলেছে।
এবার নিরাপত্তার কথা মাথায় রেখেই স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ করলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে কোনো ব্যবহারকারী ভিউ ওয়ান্স ফিচারে কোনো ছবি অথবা ভিডিও পাঠালে সেই মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না চ্যাটের অপর প্রান্তে থাকা ব্যক্তি। এমনকি কোনো ছবি অথবা ভিডিও ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠালে চ্যাটের অপর প্রান্তের মানুষটি সেই মেসেজ একবার দেখার পর তা অদৃশ্য হয়ে যায়।
কয়েক মাস আগেই এই ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। তবে এতদিন এই মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখা যেত। তবে এবার সেই কাজ আর করা যাবে না। শুধু স্ক্রিনশট নয়, ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।
আপাতত নির্বাচিত বিটা ভার্সন ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। খুব শিগগির সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে এই সুবিধা। এজন্য ফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সন ইনস্টল করে নিন। চ্যাটে সব মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকলেও ছবি ও ভিডিও সুরক্ষার জন্য এই ফিচার অনেক কাজে আসবে ব্যবহারকারীদের।