সকাল ৮:২১, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বিভীষিকাময় বছরে বহু ক্ষত, তবুও মনে থাকবে যে সুখস্মৃতিগুলো

আক্তারুজ্জামান : কি দুঃসহ এক বছর পার হলো! বছর পার হলেও কাটেনি বিপদ। ফেলে আসা বছর আমাদের দিয়ে গেলো মহামারির অভিজ্ঞতা। কত শোক, কত বেদনার ডাইরি লেখা হয়েছে এই বছরে।

এমনকি ২০২০ সালটা মনে রাখতে হবে করােনার বছর হিসেবে, বিষাক্ত এক বছর হিসেবে। দগদগে অনেক ক্ষত রেখে যাওয়া বছরটি মনে রাখার কিছু দারূণ স্মৃতিও দিয়ে গেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে।

কোভিড-১৯ মহামারিতে স্থগিত হয়েছে একের পর এক ক্রিকেট সিরিজ ও টুর্নামেন্ট। মহামারির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগে বছরের শুরুতে কিছুটা আর কঠিন সময়ের ধাক্কা সামলে বছরের শেষ দিকে ক্রিকেট তবুও মাঠে গড়িয়েছে। শুরু আর শেষের এ অল্প সময়েই মনে মনে রাখার মতাে কিছু স্মৃতি জমেছে বাংলাদেশের ক্রিকেটে।

ফেলা আসা টুকরাে টুকরাে ঘটনা ফিরে দেখা যেতে পারে নতুন বছরের প্রথমদিনে।

বিগত বছরের ক্রিকেট শুরু হয়েছিলে অনেক বড় এক অর্জন দিয়ে। দক্ষিণ আফ্রিকায় আকবর আলীর নেতৃত্বে যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবরদের হাত ধরেই বাংলাদেশ প্রথমবারের মতাে জেতে কোনাে বৈশ্বিক টুর্নামেন্ট। যা দেশবাসী মনে রাখবে অনেকদিন।

এরপর বলতে হবে টাইগারদের পাকিস্তান সফরের কথা। প্রায় এক যুগ পর পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। সফরটি আলােচিত হয়ে আছে নিরাপত্তাসংক্রান্ত নানা আলােচনায়। বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তাই দিয়েছিল পাকিস্তান। সেটির প্রমাণ লাহােরের গাদ্দাফি স্টেডিয়ামের সামনে তােলা এই ছবি। দুজন পাকিস্তানি সেনা বাংলাদেশের পতাকার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। যে পতাকার জন্ম হতে বাধা দিয়েছিল পাকসেনা, তারাই সেই পতাকার নিরাপত্তা দিচ্ছে। এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

বিদায় নেয়া বছরে মুশফিকুর রহীম এনে দিয়েছিলেন অনন্য এক উদযাপন। ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করে ডাইনােসরের মতাে ভঙ্গি করে উদ্যাপন করেছিলেন মুশফিকুর রহিম। উদ্যাপনের ব্যাখ্যায় মুশফিক নিজেই পরে বলেছিলেন উদযাপনটা ছিল তাঁর ছেলের জন্য।

এবছরটা যেন লিটন দাসের। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানটা এখন লিটন দাসের। গত ৬ মার্চে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ ওপেনার। করেছিলেন ১৭৬ রান। যা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান।

ঐ সিরিজেই তামিম-লিটন ওপেনিং জুটি ভেঙে দেন ২১ বছরের পুরােনাে রেকর্ড। ওপেনিং জুটিতে দেশের সর্বোচ্চ রান ছিল মেহরাব হোসেন-শাহরিয়ার হােসেনের-১৭০। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৯ সালের মার্চে গড়া এ রেকর্ডটিই একই দলের বিপক্ষে ভেঙে দিয়ে তামিম-লিটন গড়েন ২৯২ রানের জুটি।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে স্মরণীয় হয়ে থাকবে আরও একটি ঘটনায়। অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা বিদায় জানালেন এই ম্যাচেই। বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে সতীর্থরা বিদায় সংবর্ধনা দেন।

প্রায় ৭ মাস বিরতির পর বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিযােগিতামূলক ক্রিকেটে ফেরেন অক্টোবরে, বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ।

রাজা ফিরলেন সিংহাসনে! আহা মুক্তির আনন্দ! আইসিসির নিষেধজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান এক বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফেরেন। ৯ নভেম্বর যেদিন প্রিয় মাঠটায় পা রাখলেন সাকিব দুহাত ছড়িয়ে যেন বলতে চাইলেন, আমি এখন মুক্ত!

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আসার পর করােনার থাবা। বছরটা প্রায় বসেই কাটল মেয়েদের। ব্যতিক্রম শুধু সালমা ও জাহানারা। বাংলাদেশ নারী দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রিকেটে ফিরেছেন আরব আমিরাতে মেয়েদের আইপিএল দিয়ে। লম্বা বিরতির পর ফিরে আইপিএলে দুর্দান্ত খেলেছেন সালমা। তাঁর দল ট্রায়ালব্লেজার্সকে শিরােপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ফাইনালে ১৮ রানে নেন ৩ উইকেট।

বছরটা শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে। পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহর জেমকন খুলনা। ঐ দলে ছিলেন সাকিব ও মাশরাফি।

২০২০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। যেটা হলে কয়েকটি ম্যাচ খেলতে পারতেন না সাকিব আল হাসান। করোনায় স্থগিত হওয়া আসরটি মাঠে গড়াবে এ বছর। সাকিবের জন্য করোনা যেন আশীর্বাদ।