সন্ধ্যা ৭:১৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
টেনিসের দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও রজার ফেদেরার আবারো এটিপি প্লেয়ার্স কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। আগামী দেড় বছরের মেয়াদে ২০২২ সালের জুন পর্যন্ত তারা দুজন এই দায়িত্ব পালন করবেন। এটিপি প্লেয়ার সদস্যাদের ভোটে এই পদ নির্বাচিত হয়।
ফেদেরার ও নাদালের সাথে পুনরায় এই কমিটিতে নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান কেভিন এন্ডারসন, বৃটিশ এন্ডি মারে, ব্রাজিলিয়ান ব্রুনো সোরেস, কানাডিয়ান ফেলিক্স অগার-এ্যালিয়াসিমে ও অস্ট্রেলিয়ান জন মিলম্যান।
তাদের সাথে অতীতে কাজ করা ফ্রান্সের জাইলস সিমন নতুন করে যোগ দিয়েছেন। নতুন মুখ হিসেবে এবার কমিটিতে এসেছে স্পেনের পাবলো আনডুজার ও নিউজিল্যান্ডের মার্কোস ড্যানিয়েল।
২০২১ সালে প্রথম সভায় কাউন্সিলের সভাপাতি ও সহ-সভাপতি বেছে নেয়া হবে। এর আগে গত বছর পর্যন্ত এই কাউন্সিলের সভাপতি ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ।