রাত ১১:১৭, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
গত ১৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পৃথক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে ছয় এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলায় তিনজন রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০-৫২ জন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় এ হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) ও ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
কুমিল্লা: জেলার দাউদকান্দিতে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডার পর বেপরোয়া গতিতে বাস চালাতে শুরু করেন চালক। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এর পরপরই বাসটি সড়কের পাশে উল্টে পড়ে গেলে আগুন ধরে যায়।
এতে দগ্ধ হয়ে চারজন নিহত হন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী, একজন পুরুষ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে হোসাইন (১৬ মাস)। শিশুটি ও তার পরিবার বাসের যাত্রী ছিলেন।
মোটরসাইকেল আরোহী দাউদকান্দি উপজেলার পেন্নই গ্রামের মো. শামীম হোসেন(৩৮) ও তার ছেলে নাদিফ হোসেন (৭)। তারা পাশের বানিয়াপাড়া দরবার শরিফের মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। বাসের নিহত নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: মীরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্বিতল বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত দুইটার দিকে বারইয়ারহাট পৌরবাজার ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নাফিস আহমেদ (১৬), চান্দগাঁও থানা এলাকার ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার কাতলামারি এলাকার মিন্টু মিয়া (২৬)।
হাইওয়ে পুলিশ জানায়, ধুমঘাট সেতু এলাকায় সড়কের পাশে বন বিভাগের তল্লাশি চৌকিতে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। রাত ২টার দিকে ট্রাকের পেছনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের বাস ধাক্কা দেয়। এতে বাসের ৮-১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত যাত্রীদের পরিবারে খবর পাঠানো হয়েছে। মীরসরাইয়ের নাফিস আহমেদের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে। নাফিসের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে। তবে চালকরা পলাতক।