বিকাল ৪:৩৪, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

আওয়ামী লীগ সব নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে: দুলু

জেলা প্রতিনিধি ( নাটোর )
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষকে ভোট বঞ্চিত করেছে। দীর্ঘ ১৫ বছর দেশের সব নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগের শাসন আমলে পার্লামেন্ট নির্বাচন থেকে শুরু করে দেশে কোনো নির্বাচন হয়নি। সব পাতানো-সাজানো। তারা দেশের সব নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। শ্রমিক নির্বাচন থেকে শুরু করে দেশের সব নির্বাচন নষ্ট করেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম চালিয়েছে। আমরা ভোট বঞ্চিত হয়েছি। অনেক বছর ধরে জাতিকে পার্লামেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়েছে। তাই পুরো গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

দুলু আরও বলেন, আগামী পার্লামেন্ট নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। যে নির্বাচন তিন মাসের মধ্য হওয়ার কথা কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা চেষ্টা করছে নির্বাচন যত দেরিতে করা যায়।তিনি বলেন, নির্বাচিত সব নেতৃবৃন্দকে বলতে চাই, নির্বাচন যেদিন হোক না কেন এখন থেকে বিএনপির ধানের শীষ প্রতীককে জয়লাভ করানোর জন্য কর্মকাণ্ড শুরু করতে হবে।

সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শ্রমিক নেতা হাবিবুর ইসলাম হেলাল, নাটোর চিনিকল শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ, সহ-সভাপতি আতাউর রহমান বাবু, সহ-সভাপতি (অফিস) মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (কারখানা) মাহামুদুল হাসান নাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক (অফিস) মো. আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।