সকাল ৮:১২, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, আমরা কোরআনের আলোতে পার্লামেন্ট সাজাতে চাই। সাধারণ জনগণও বলছে, সবকিছু দেখা শেষ এবার আমরা আল-কোরআনের বাংলাদেশ চাই।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবার আল্লাহর রহমতে ব্যাপক জনমত তৈরী হয়েছে ইসলামের পক্ষে কাজ করার।
তাকওয়ার ভিত্তিতে আমরা যেন একটি সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারি। বর্তমানে আমাদের সেই সুযোগটা এসেছে গ্রামগঞ্জে প্রত্যেকটি জায়গায় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে পাচ্ছি এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত স্বরূপ। আমরা এই নেয়ামত গত ষোল-সতের বছরে ইচ্ছে থাকা সত্ত্বেও বাস্তবায়ন করতে পারিনি।
কামরুল আহসান এমরুল বলেন, যেহেতু আমরা এই নেয়ামত পেয়েছি সেহেতু আমরা কোরআনের পক্ষে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই মেসেজ পৌছাতে হবে যেন কোরআনের রাজ, কোরআনের সংসদ আমাদের দেশে চালু হয়ে যায়। এইবার যারা কোরআনের পক্ষে কথা বলবে এমন প্রতিনিধিকেই আপনারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে পার্লামেন্টে কথা বলার সুযোগ করে দিবেন। তবেই এই দেশ থেকে সকল প্রকার দুর্নীতি অপরাধ চিরতরে দুর হয়ে যাবে।
শম্ভুগঞ্জ সাংগঠনিক থানার আমীর মফিদুল ইসলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী খন্দকার আবু হানিফ, গাঙ্গিনার পাড় সাংগঠনিক থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন আল মুনিরসহ মহানগর ও সাংগঠনিক থানার নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণসহ প্রমূখ।