সকাল ৯:২৫, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগস্ট বিপ্লবে স্বৈরাচারি-ফ্যাসিবাদী শক্তির পতন হলেও জনপ্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনো সক্রিয়। তাই অর্জিত বিজয়কে স্থায়িত্ব দিতে এবং দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, আওয়ামী-বাকশালীরা বিগত প্রায় ১৬ বছরে অপশাসন-দুঃশাসনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, কেড়ে নেওয়া হয়েছিল জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার। জামায়াতসহ বিরোধীদলগুলোর ওপর চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বর নির্যাতন। রাষ্ট্রের সব ক্ষেত্রেই জামায়াতের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। এমনকি ক্ষমতার শেষ পর্যায়ে এসে মাফিয়াতন্ত্রীরা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি, বরং জনগণ এখন তাদেরই পুরোপুরি নিষিদ্ধ করেছে। ছাত্র-জনতার ধাওয়া খেয়ে তারা দেশ থেকে পালিয়ে মামাবাড়ি আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি।
পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতের রুকনসহ সব স্তরের নেতাকর্মীকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। আমাদের এ পথ অনেক দীর্ঘ কিন্তু প্রশস্ত। তাই অর্জিত বিজয়ে এখনই উল্লসিত হওয়া বা আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। বরং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের চলমান সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কারণ, আল্লাহ আমাদের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ প্রদান এবং দ্বীনে হক্ব বিজয়ের প্রতিশ্রুতি প্রদান করেছেন। সে আলামত আমরা এরই মধ্যে পেয়ে গেছি। কয়েকদিন আগেই যারা জালেম ও বলদর্পী ছিল তারা এখন লাঞ্ছিত ও পর্যুদস্ত। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার ও মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম। এছাড়াও থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ, মাওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।