রাত ৩:১১, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নিতে ব্রাজিলের প্রতি আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

পরে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে কৃষিতে সহযোগিতা। ব্রাজিল কৃষি কাজে অনেক শক্তিশালী। ফার্মাসিটিক্যাল কিছু রপ্তানি হচ্ছে, আরও রপ্তানির সম্ভাবনা রয়েছে। গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মিল্ক প্রোডাকশনে সহযোগিতা করার সুযোগ আছে, তারা সহযোগিতা করতে চায়।

তিনি বলেন, খেলাধুলার ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড আছেন। সহযোগিতার ব্যাপারে রেস করেছি। ব্রাজিল থেকে কোর্স কীভাবে এনে আমাদের ফুটবলকে উন্নতি করা যায়। সে ব্যাপারে তারা দেখবে বলেছে। আগামী দিনে আরও কথা বলবো। ব্রাজিলের ফুটবল হচ্ছে খুব ইন্টারেস্টিং ফুটবল, সবাই জানে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দুই দেশের মধ্যে দুই বিলিয়নের বেশি ব্যবসা রয়েছে। ব্যালেন্স অফ পেমেন্ট ব্রাজিলের পক্ষে আছে। আমাদের রপ্তানি আরও বাড়াতে হবে। গার্মেন্টস রপ্তানি যদি বাড়ে, ফার্মাসিটিক্যাল রপ্তানি যদি বাড়ে, জুট রপ্তানি যদি বাড়ে তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের পক্ষে আসতে পারে। কৃষিখাতে তাদের বিনিয়োগের কথা বলেছি এবং তাদের আগ্রহ আছে। ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানিরর জন্য এদেশে ওয়্যারহাউজ করতে আগ্রহী বলেও জানান আমীর খসরু। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবে নির্বাচন সবাই দেখতে চায়। তারা মনে করে নির্বাচন হবে।