রাত ৯:০৭, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেক্রেটারির নেতৃত্বে সর্বদলীয় সভায় জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে সর্বদলীয় সভায় অংশগ্রহণ করছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন দলের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে বিএনপিও অংশ নিচ্ছে। এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংলাপে অংশ নিতে বিএনপির এক প্রতিনিধি যাবেন। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।