দুপুর ২:০৯, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক
বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মধ্যরাতে এ ঘটনার পর আহত সাইফকে অটোতে করে হাসপাতালে আনেন তার ছেলে ইব্রাহিম। এত রাতে ড্রাইভার না থাকায় গাড়ি বা অ্যাম্বুল্যান্সের অপেক্ষা না করে রক্তাক্ত বাবাকে অটোতে করে হাসপাতালে নিয়ে আসেন ছেলে ইব্রাহিম।
জানা গেছে, ২৩ বছরের যুবক ইব্রাহিম মধ্যরাতে কোনো গাড়ি পাননি, যেটায় করে তিনি তার বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন। না ছিল ড্রাইভার, না ছিল গাড়ি প্রস্তুত। তাই তিনি বাধ্য হয়ে যাতে আর সময় অপচয় না হয় বা বাবার বেশি ক্ষতি না হয় তাই তিনি সাইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান। লীলাবতী হাসপাতাল পতৌদি প্যালেস থেকে দুই কিমি দূরেই অবস্থিত। পুলিশের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সাইফ আলী খানের মোট ছয়টা আঘাত আছে, এর মধ্যে একটি শিরদাঁড়ার কাছে। তবে ইতিমধ্যেই অপারেশন করা হয়েছে তার। এখন তিনি বিপদমুক্ত বলে তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে খান পরিবারের বাকিরা সবাই সুস্থ আছে।
ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতরা আসে তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে নায়ক ডাকাতদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সাইফকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা।
বান্দ্রা পুলিশ স্টেশনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। বান্দ্রা ডিভিশনের ডিসিপি গণমাধ্যমকে বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি, তবে গুরুতর মনে হচ্ছে না। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনার তদন্ত করছে।’