রাত ১:২৯, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বিতর্কের মুখে সরানো হলো ‘কমান্ডো’র টিজার

মুক্তি দেয়ার তিন দিনের মাথায় সোমবার রাতে সরিয়ে নেয়া হলো শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ ছবির টিজার। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সাংসদ অভিনেতা দেব। গত ২৫ ডিসেম্বর এই নায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে টিজারটি মুক্তি দেয়া হয়েছিল।

কিন্তু কেন সরানো হল ‘কমান্ডো’র টিজার? কারণ সেখানে যা যা দেখানো হয়েছে, সেগুলোকে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারের প্রয়াস বলে মনে করছেন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় তারা চরম ক্ষোভও প্রকাশ করেছেন।

বিষয়টি সর্বপ্রথম ফেসবুকে তুলে ধরেন মাওলানা আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ। তাঁর দাবি, এই সিনেমায় ইসলামকে অবমাননা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই মাওলানা ‘কমান্ডো’র টিজার থেকে একটি স্ক্রিনশটও পোস্ট দেন। কালেমার ব্যবহারকে ছবিতে জঙ্গিবাদের সিম্বল হিসেবে দেখানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা সাইফুল্লাহর এই পোস্ট খুব দ্রুতই ভাইরাল হযে যায়। এরপর অসংখ্য নেটিজেনের ক্ষোভে মুখর হয়ে উঠে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক। সেই ক্ষোভের মুখেই তিন দিনের মাথায় টিজারটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ‘কমান্ডো’র পরিচালক-প্রযোজক দুজনেই এ খবরটি নিশ্চিত করেন।

শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খানের বক্তব্য, ‘টিজারের একটি দৃশ্য দেখে বলে দেয়া যায় না যে, ছবিতে ইসলাম ধর্মের অবমাননা হয়েছে। আমিও মুসলিম। আমি চাঁদপুরের একটি ইউনিয়নের চেয়ারম্যান। সেখানে আমি নিজের টাকায় মসজিদ করছি। কাজেই ইসলাম অবমাননার সাহস আমার নেই।’

ক্ষমা চেয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘আমিও একজন মুসলিম। ইসলাম অবমাননার মতো কিছু আমরা কখনো করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় গোটা ‘কমান্ডো’ টিমের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। দর্শকের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ইতোমধ্যে টিজারটিও সরিয়ে দিয়েছি।’