দুপুর ১২:১০, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক
উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী এ আর রহমান ও সায়রা বানু সংসার ভাঙনের বিষয়টি ভক্তরা এখনো মেনে নিতে পারছেন না। এ খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মন খারাপ।রহমান-সায়রার ২৯ বছর সংসার জীবনের ইতিটানার সিদ্ধান্তে ব্যথিত তারকা দম্পতির তিন সন্তানও। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরেই তাদের সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নিয়ম অনুযায়ী এ আর রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক তার স্ত্রী পাবেন। এ সংগীতজ্ঞ ১,৭২৮ নগদ কোটি রুপির মালিক। তার মোট সম্পদের পরিমাণ ২,০০০ কোটি রুপির।
এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরতেই বিষয়টি পরিষ্কার করেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, ‘ভারতীয়দের ধারণা, বিচ্ছেদের পর ভরপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ বিচ্ছিন্ন স্ত্রী পাবেন। এই ধরনের কোনো আইন এখনো নথিভুক্ত হয়নি। এই আইন তাই রহমান-সায়রা বানুর ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য নয়’।তিনি আরও জানিয়েছেন, আদালতে সুরকার-শিল্পী তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এবার সায়রা বানু যা দাবি করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে।
আইনজীবীর পরিষ্কার দাবি, ভরণপোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। তিনি আরও জানিয়েছেন, এআর রহমান এবং সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। তাই ভরণপোষণের প্রশ্নই ওঠে না।