দুপুর ১:৩১, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাইলক্স কিনলে ১০ টাকা ব্যয় হবে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে

বিনোদন ডেস্ক
নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির থেকে ১০ টাকা দেওয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও মেগাস্টার শাকিব খান।মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’-স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়। শাকিব খান বলেন, অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট কোঅর্ডিনেটর কে এ আমিন, ওয়াটার এইড বাংলাদেশের রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট গোলাম রাসুল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, অভিনেত্রী অপি করিম, শবনম ফারিয়া, চমক, স্পর্শিয়া, শারিকা, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সংগীত জগতের আরও অনেক তারকা।