সন্ধ্যা ৭:০৭, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

চিকিৎসাধীন শিক্ষার্থীদের ৫ লাখ টাকা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশ পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

গতকাল (১৪ নভেম্বর) রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা সহায়তা দেন।

সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গত রাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে এখানে এসেছি।

তিনি বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব আহতকে পুনর্বাসন করা হবে।

সালাউদ্দিন আরও বলেন, দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে, আমরা বুঝি না।