রাত ১:৩১, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

বিএনপির জনসমাবেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট


চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপির জনসমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মিরসরাই অংশে ১০ কিলোমিটারে যানজট সৃষ্টি হয়েছে। গতকাল (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে যানজটের সৃষ্টি হয়। এসময় শত শত যানবাহন থেমে থেমে চলতে দেখা গেছে।

নুরুল মোস্তফা নামে এক বাস যাত্রী জানান, বড়দারোগাহাট থেকে বারইয়ারহাট যাওয়ার জন্য উত্তরা বাসে উঠি। বড়তাকিয়া থেকে মিরসরাই সদরে পৌছাতে একঘণ্টা লেগেছে। অথচ পাচ মিনিটে এ জায়গায় পৌঁছানো যায়।

মিঠাছড়া বাজার থেকে সিডিএম বাসে ওঠা যাত্রী মো. ইউনুস বলেন, শহরে যাওয়ার জন্য বাসে উঠে যানজটে আটকা পড়েছি। একে তো রাস্তার পাশে কাজের কারণে যানজট তার ওপর বিএনপির সমাবেশের কারণে আরেও বেড়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, মহাসড়কের সদর এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। বিএনপির সমাবেশ শেষ। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন হয়ে যাবে।