রাত ৯:২৯, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
গাজীপুর প্রতিনিধি
৫৬ ঘণ্টা অবরোধ করে রাখার পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে টিঅ্যান্ডজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে রাখেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে বকেয়া বেতন পাওয়ার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।
এতে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে।
এর আগে অবরোধ নিরসনে বারবার চেষ্টা করেও সমাধান করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি সংস্থাগুলো।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার (১০ নভেম্বর) পুলিশ ও প্রশাসনের লোকজন বেতন পরিশোধ করার জন্য সাত দিনের সময় চাইলেও তারা সেটা মানেননি। গত এক মাস ধরে মালিক এবং প্রশাসন বিভিন্ন সময়ে অনেক তারিখ দিয়েও কথা না রাখায় শ্রমিকরা আশ্বস্ত হতে পারছিলেন না। সবশেষ সোমবার দুপুর দুইটার দিকে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
এই অবরোধের কারণে ঢাকা-গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থবির হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যার প্রভাব পড়ে শিল্পায়নেও।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, বেলা ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। ইতোমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে কয়েক কিলোমিটার যানজট রয়েছে।