সন্ধ্যা ৬:৪৮, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
গুলিস্তানের জিরো পয়েন্টের সমাবেশে যোগ দিয়েছেন ধানমন্ডির আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী
রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টের সমাবেশে যোগ দিয়েছেন ধানমন্ডির আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী।
রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় আসেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েতে যুক্ত হন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘লীগ ধর, বিচার কর’; ‘হৈ হৈ রৈ রৈ, আওয়ামী লীগ গেলি কই’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘আমরা আছি রাজপথে, শেখ হাসিনা দিল্লিতে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সায়েন্সল্যাব মোড়ে একাধিকবার তাদের ওপর হামলা করেছে। এতে তাদের অনেক সহপাঠী আহত হয়েছেন। সারাদেশে তারা এমন অত্যাচার-নিপীড়ন চালিয়েছে। এর প্রতিবাদে তারা গণজমায়েতে অংশ নিয়েছে।
এদিকে জিরো পয়েন্টের গণজমায়াতে বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষার্থীদেরও ছোট ছোট মিছিল নিয়ে উপস্থিত হতে দেখা গেছে। একই সঙ্গে জিরো পয়েন্টের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এর আগে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।’
তারও আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ জানায়, ১০ নভেম্বর শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করবে দলটি।