সকাল ১০:১৩, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিল শুনানি শুরু
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল মহাসড়ক, ২০ কিলোমিটার যানজট
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।
এ ছাড়া, বৈঠকে উপস্থিতি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ।