দুপুর ১২:০২, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। হাসিবকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তার মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মেট্রোরেলে আগুন-পুলিশ হত্যা নিয়ে যে ব্যাখ্যা দিলেন সমন্বয়ক হাসিব
এতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তাই তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে গত ২৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ডিবিসির ‘‘প্রযত্নে বাংলাদেশ’’ টকশোতে “মেট্রোরেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না” বলে মন্তব্য করেন সমন্বয়ক হাসিব আল ইসলাম। টকশোটির মূল প্রতিপাদ্য ছিল ‘‘জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ’’। ওই টকশোতে হাসিব আল ইসলামের পাশাপাশি বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি অংশ নেন।