বিকাল ৪:৫৩, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বছর চারেক আগে বড় ছেলে আব্রাম খান জয়কে বসুন্ধরা আবাসিকের ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে সে স্কুলটির বড় শ্রেণিতে অধ্যয়নরত। এবার ওই একই স্কুলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও ভর্তি করলেন কিং খান।
বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে ছোট ছেলে বীরকে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে (আইএসডি) ভর্তি করেন ঢালিউড সুপারস্টার। এদিন সকাল সকাল বাবা শাকিব খান ও মা বুবলীর হাত ধরে ওই স্কুলের পথে রওনা হয় বীর। সেই মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন বুবলী নিজেই।
ছবিগুলোতে দেখা যায়, ম্যাচিং করে সাদা ড্রেস পরেছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ, আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলে প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!’
ভক্তদের কাছে দোয়া চেয়ে বুবলী আরও লিখেছেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’