সন্ধ্যা ৭:১৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শাহরুখ খান অভিনীত ও ভারতের দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত অ্যাকশন ড্রামা ‘জওয়ান’ ভেঙে দিয়েছে সব রেকর্ড। বৃহস্পতিবার হলে আসে এই সিনেমা। আসতেই হিট। এদিন ভোর ৪-৫টা থেকে হলে থিকথিকে ভিড় জমতে শুরু করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়েছে ‘জওয়ান’। আপাতত শাহরুখ খানের এই সিনেমার দখলেই রয়েছে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিংয়ের খেতাব।
Sacnilk.com এর প্রাথমিক রিপোর্ট বলছে, ‘জওয়ান’ প্রথম দিনে ভারতে সমস্ত ভাষা মিলিয়ে মোট ৭৫ কোটি টাকা নেট উপার্জন করেছে। এর মধ্যে হিন্দিতে উপার্জন ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি ।
এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ছিল সর্বোচ্চ উপার্জিত হিন্দি সিনেমা। ভারতের বাজার থেকে সেই সিনেমার আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি। এরপরেই রয়েছে সানি দেওলের ‘গদর ২’। যে সিনেমার আয় ছিল প্রথম দিনে প্রায় ৪০ কোটি।
‘জওয়ান’ দিয়ে কিন্তু ইতোমধ্যে শাহরুখ মন জয় করে নিয়েছেন তার ভক্তদের। হলফেরত দর্শকরা বলছেন, এটা মোটেই মাথা মুণ্ডুহীন মারপিটের সিনেমা নয়। বরং এই সিনেমায় রয়েছে একটি বিশেষ রাজনৈতিক বার্তা। যা অন্য নেতারা সাহস পাননি, সাই করে দেখিয়েছেন শাহরুখ খান।
‘জওয়ান’ সমাজের ভুল সংশোধনের জন্য মাথা তোলা একজন ব্যক্তির গল্প। সিনেমা সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন তুলেছে। যা মনে ধরেছে আমজনতার একাংশের।
শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জওয়ান’। সহ-প্রযোজনায় রয়েছেন গৌরব ভার্মা।
সিনেমায় অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে আছেন নয়নতারা। ক্যামিও করেছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন প্রিয়ামনি, সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।
তবে এখনো শুক্র-শনি আর রবিবারের রিপোর্ট আসা বাকি। প্রাথমিক অনুমান, শুক্রবারে আয় কিছুটা কমলেও শনি আর রবিবার লাফিয়ে লাফিয়ে বাড়বে শাহরুখের সিনেমার টিকিট বিক্রি। আপাতত সপ্তাহ দুয়েক বেশিরভাগ হলের বেশিরভাগ শো থাকবে কিং খানের দখলে।
এর সঙ্গে কানাডা, আমেরিকা, দুবাইয়ের মতো দেশগুলোতেও ভালো ব্যবসা করে কিং খানের সিনেমা। এবার তো বাংলাদেশেও একই সময়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সব মিলিয়ে ‘পাঠান’-এর হাজার কোটিকে টক্কর দিয়ে যেতে খুব একটা সময় লাগবে না ‘জওয়ান’ শাহরুখের।