রাত ৪:৩০, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালে বাইডেন এই সেলফি তোলেন। একটি ছবিতে তাদের পাশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দিল্লির ‘ভারত মন্ডপম’ কনভেনশন সেন্টারে শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের এই সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে জি-২০ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন প্রেসিডেন্ট বাইডেন।

এর আগে শুক্রবার সকালে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে যান শেখ হাসিনা। ওইদিন বিকালে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেন তিনি।

বৈঠক শেষে টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অন্য দেশগুলো হচ্ছে নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।