সন্ধ্যা ৭:২০, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরব পৌঁছেছেন ৩৮৭৯ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৩৮৭৯ জন হজযাত্রী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ৫৯ মিনিটে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে হজযাত্রার সর্বশেষ অবস্থায় জানানো হয়, সর্বমোট ৩৮৭৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৬৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২২২৩ জন।

এর মধ্যে প্রথম দিন রবিবার ১৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়া পৌঁছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৮৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৬৯৬ জন।

এ পর্যন্ত হজের জন্য মোট ভিসা ইস্যু হয়েছে ৩২ হাজার ৪৯৬টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৬ শতাংশ।

এদিকে স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টায় ঘটিকায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজ যাত্রীদের সুবিধা অসুবিধা এবং সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের বাড়ি পরিদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মো. আসলাম উদ্দিনসহ প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

গত রবিবার (২১ মে) শুরু হয় হজ ফ্লাইট। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রার শেষ হজফ্লাইট ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৬০৩টি

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।