সন্ধ্যা ৭:১৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাশিয়া-সৌদির কৃষি বাণিজ্য দিগুণ বেড়েছে

রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের মতে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে কৃষি ও খাদ্য পণ্যের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। সৌদি জেনারেল ফুড সিকিউরিটি অথরিটির গভর্নর আহমেদ আল-ফারিসের সঙ্গে মন্ত্রণালয়ের প্রধান দিমিত্রি পাত্রুশেভের বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। খবর আরটির।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি বছর ইতিবাচক গতিশীলতা অব্যাহত রয়েছে। চার মাসে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ইতিমধ্যে দ্বিগুণেরও বেশি হয়েছে।’

রাশিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে কৃষি ও খাদ্য পণ্যের বাণিজ্যের টার্নওভার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সেই বাণিজ্যের প্রায় ৭০ শতাংশ শস্যের ছিল এবং রাশিয়ার মাংস পণ্যের রপ্তানিও বাড়ছে।

সৌদি আরবে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কোজলভ এর আগে বলেছিলেন, দুই দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রচুর জায়গা রয়েছে। ২০২২ সালে টার্নওভারের পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন। মস্কো এবং রিয়াদ বার্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছিল।

মার্চ মাসে সৌদি আরব চীন ও রাশিয়ার নেতৃত্বে থাকা সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগ দেয়। রিয়াদ আনুষ্ঠানিকভাবে উদীয়মান দেশগুলোর জোট ব্রিকসে যোগদানের জন্য আবেদন করেছে। ব্লকটি চলতি বছরের শেষের দিকে উপসাগরীয় দেশটির যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

কোজলভের মতে, সম্ভাব্য সদস্যপদ ব্রিকস দেশগুলোর সঙ্গে সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যের জন্য ভাল সম্ভাবনার কারণ হতে পারে।