সন্ধ্যা ৭:১৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর ২০২২ সালে ইউক্রেন ছেড়ে জার্মানিতে আশ্রয় নিয়েছে ১১ লাখ বাসিন্দা। ২০১৫ সালে মধ্যপ্রাচ্য থেকে অভিবাসীর সংখ্যাকে ছাড়িয়েছে এটি। জার্মানির ফেডারেল পরিসংখ্যান অফিস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
ইউক্রেন থেকে অভিবাসীদের দুই-তৃতীয়াংশ রাশিয়ার আগ্রাসনের পর প্রথম তিন মাসে, অর্থাৎ গত বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে এসেছে। তথ্যটি ২৪ ফেব্রুয়ারি আক্রমণের এক বছর পূর্তি হওয়ার কয়েক দিন আগে প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটি বলেছে, যারা ইউক্রেনে ফিরে এসেছে তাদের বাদ দিয়ে, ২০২২ সালে ইউক্রেন থেকে জার্মানিতে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা হয়েছে ৯ লাখ ৬২ হাজার, যা ২০১৪ থেকে ২০১৬ এর মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং ইরাক থেকে আসা মোট ৮ লাখ ৩৪ হাজার এর চেয়ে বেশি।
এটি ২০২২ সালের অক্টোবরের মধ্যে ইউক্রেনীয় নাগরিকদের তুর্কি নাগরিকদের পরে জার্মানিতে দ্বিতীয় বৃহত্তম বিদেশী জনসংখ্যায় পরিণত করেছে।