সন্ধ্যা ৭:২৭, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সৌদি আরবের যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় ডিক্রিতে মোহাম্মদ বিন সালমানকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন তার বাবা বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
আর নিজের দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে জ্বালানি মন্ত্রী করা হয়েছে।
ক্রাউন প্রিন্স এর আগে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং যুবরাজ খালিদ ছিলেন উপ প্রতিরক্ষা মন্ত্রী। ডিক্রিতে বলা হয়েছে, বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করা অব্যাহত রাখবেন, যেগুলোতে তিনি যোগ দেবেন।
রদবদলের অন্য প্রধান নিয়োগ হল- সৌদি রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি এসএবিআইসি-এর প্রধান নির্বাহী ইউসেফ বিন আবদুল্লাহ আল-বুনিয়ানকে শিক্ষামন্ত্রী করা হয়েছে।
রদবদলে যে মন্ত্রীদের আগের দপ্তর বহাল রয়েছে তারা হলেন জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, বিনিয়োগ মন্ত্রী খালিদ বিন আব্দুল আজিজ আল-ফালিহ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ এবং অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-জাদান।
প্রিন্স আবদুল্লাহ বিন বান্দরও ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে রয়ে গেছেন, ওয়ালিদ আল-সামানি বিচার মন্ত্রী হিসাবে তার ভূমিকায় রয়েছেন এবং আবদুললাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ ইসলামিক বিষয়ক মন্ত্রী হিসাবে রয়েছেন।
প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান সংস্কৃতি মন্ত্রী হিসাবে তার পদ বজায় রেখেছেন, এবং যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ক্রীড়া মন্ত্রী হিসাবে তার ভূমিকা বজায় রেখেছেন।
তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াও হজ ও ওমরাহ মন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবিও বাণিজ্যমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।
বন্দর বিন ইব্রাহিম আল-খোরায়েফ শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী, আহমেদ আল-খাতিব পর্যটন মন্ত্রী, ফয়সাল বিন ফাদিল আলিব্রাহিম অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী এবং ফাহদ বিন আব্দুল রহমান আল-জালাজেল স্বাস্থ্য মন্ত্রী হিসাবে রয়ে গেছেন।
নতুন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ ওয়াশিংটনে সাবেক সৌদি রাষ্ট্রদূত। তিনি রিয়াদের কিং ফয়সাল এয়ার একাডেমি থেকে স্নাতক হন এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন।
রাজকুমার টেক্সাসের সান আন্তোনিওতে র্যান্ডলফ এয়ার ফোর্স বেসে তার প্রাথমিক পাইলট প্রশিক্ষণ এবং মিসিসিপির কলম্বাস এয়ার ফোর্স বেসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ফ্রান্সে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ নিয়েও পড়াশোনা করেছেন।