দুপুর ১:৪১, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ইউক্রেনের চারটি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে বলে জানিয়েছে ওই সব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৮ দশমিক ৪ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে। আর জাপোরিঝঝিয়ায় ৯৩ দশমিক ১ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে।
খেরসনে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে প্রায় ৮৩ শতাংশ। আর দোনেৎস্ক পিপলস রিপাবলিক অঞ্চলের ৯৯ দশমিক ২ শতাংশ ভোটার রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
কথিত গণভোটের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুতিনের মিত্র সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের পদে থাকা মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘গণভোট শেষ। ফলাফল সুস্পষ্ট। নিজ আবাস রাশিয়ায় স্বাগত।’