দুপুর ১২:২০, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি জুটির প্রথম সিনেমা ‘গলুই’। চলবে ২১ জুলাই পর্যন্ত। এই সাত দিনে ‘গলুই’য়ের চারটি করে মোট ২৮ শো চলবে সেখানে। যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস।
সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ পরিচালনা করেছেন এস এ হক অলিক। সিনেমার মুক্তি উপলক্ষে বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে, কয়েক মাস ধরে শাকিব খান তো যুক্তরাষ্ট্রেই রয়েছেন। প্রথমবার দেশটিতে তার সিনেমা মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত কিং খান। শুক্রবার ‘গলুই’য়ের প্রিমিয়ারে তিনি থাকবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রথমবার শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় ‘গলুই’ যুক্তরাষ্ট্রে রিলিজ দিচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’
দর্শকরা থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখবেন বলে প্রত্যাশা বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদের। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত অনুরাগী রয়েছেন। কিন্তু এর আগে সেখানে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে গিয়ে ‘গলুই’ দেখবেন।’
পরিচালক এস এ হক অলিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দারুণ উপভোগ করবেন।’
এর আগে গলুই বাংলাদেশে মুক্তি পেয়েছিল গত ঈদুল ফিতরে। পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের এই সিনেমা মুক্তির পর গ্রামগঞ্জে, বিশেষ করে জামালপুরের মানুষের কাছে রীতিমতো উৎসবের অনুষঙ্গ হয়ে ধরা দিয়েছিল। পাশাপাশি ঢাকার সিনেপ্লেক্সগুলোতেও ছিল চোখে পড়ার মতো দর্শক সমাগম।