বিকাল ৫:০৪, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বব্যাংককে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ব্র্যাক আয়োজিত নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহ। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ অনেকেই।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে যারা বিরোধিতা করেছিল তাদেরকে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে (২৫ জুন) আমন্ত্রণ করা হবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর, তাকেও আমন্ত্রণ করা হবে। এছাড়া দেশের রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। কে আমাদের পক্ষে আর কে পক্ষে না তা আমরা দেখবো না। পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ করবো।
মোটরসাইকেল চালকরা এখন নিয়ম মেনে চলে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগে যেভাবে রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের দেখা যেত এখন আর তা দেখা যায় না। সবাই নিয়ম মেনে হেলমেট পরে গাড়ি চালায়।’