সন্ধ্যা ৬:৪৭, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাশিয়ার সামরিক হামলা ঠেকাতে ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে পোল্যান্ড।
পোলিশ প্রেসিডেন্টের উপদেষ্টা দেশটির সংবাদমাধ্যমকে জানান, ইউক্রেনে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাতে তারা প্রস্তুত তবে তা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আওতায় হতে হবে।
উপদেষ্টা আরও বলেন, মিগ-২৯ যুদ্ধবিমান ঘাঁটি থেকে সরাসরি পাঠাতে চায় না যুক্তরাষ্ট্র। তাই তাদের বিমান ঘাটি থেকে ন্যাটোর নিয়ন্ত্রণে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠাবে।
গত কয়েকদিন যাবত ইউক্রেনকে আধুনিক যুদ্ধবিমান দেওয়ার লক্ষ্যে পোল্যান্ডের সঙ্গে আলোচনা করছিল যুক্তরাষ্ট্র। শুরুতে সোভিয়েত আমলের কয়েকটি যুদ্ধবিমান দিতে পোল্যান্ডকে অনুরোধ করা হয়। বিনিময়ে আমেরিকার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান চায় পোল্যান্ড।
গত মঙ্গলবার পোল্যান্ডকে মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করা হলে যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। যুদ্ধের উত্তেজনা এড়াতেই তারা পোল্যান্ডকে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহ করবে না।
তারপরই পোল্যান্ডের পক্ষ থেকে ইউক্রেনকে মিগ-২৯ সরবরাহ করার ঘোষণা দেওয়া হয়।