বিকাল ৫:২৬, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিমানবন্দরের কাছে একটি বাড়ির পেছনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমান চালক নিহত হয়েছেন। এই ঘটনায় কোনো বাড়িঘর বা অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বার্কিংহামের দোয়েলস্টাউন বিমানবন্দরের কাছে একটি বনভূমি এলাকায় এই বিমানদুর্ঘটার ঘটনা ঘটে। খবর যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা দ্যা এক্সপ্রেসের।
বাকিংহামের পুলিশ জানিয়েছে, সিঙ্গেল ইঞ্জিনের বিমানের পাইলট একাই বিমানটি পরিচলনা করছিলেন। হঠাৎ বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলে চালক মারা যান। নিহত পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে এই ঘটনায় কোনও বাড়িঘর বা অন্যান্য কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
দেশটির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, বিমানটি এক্সপেরিমেন্টাল ভ্যানের আরভি-৬, যেটি এক ধরণের গৃহনির্মিত বিমান।
জাতীয় সুরক্ষা বোর্ডের একজন তদন্তকারী কর্মকর্তার বুধবার সকালে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।