রাত ৩:১৩, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, তিন ঘণ্টা দেরিতে যাত্রা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতির পর রওনা হওয়ার পরপরই রাজশাহী থেকে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি প্রায় তিন ঘণ্টা ধরে একই স্থানে দাঁড়িয়ে থাকে। পরে উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটিকে সরিয়ে নেয় এবং ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

সূত্র আরও জানায়, রাজশাহী থেকে চিলাহাটি যাওয়ার পথে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে জয়পুরহাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। বিরতি শেষে ৬টা ১৭ মিনিটে রওনা দেয়। কিন্তু ছাড়ার পরপরই ইঞ্জিনে সমস্যা ধরা পড়ে এবং ট্রেনটি থেমে যায়।

পরবর্তীতে পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনটিকে স্টেশনের ৩ নম্বর লাইনে সরিয়ে নেয়। এরপর রাত ৯টা ১০ মিনিটে প্রায় তিন ঘণ্টা দেরিতে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। এতে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

জয়পুরহাট স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ট্রেনটি ছাড়ার পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তা বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ইঞ্জিন আনা হয়। সেই ইঞ্জিনের সহায়তায় রাত ৯টা ১০ মিনিটে ট্রেনটি গন্তব্যের পথে রওনা হয়।