রাত ৩:০৪, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম:

জেলের জালে ধরা পড়লো ১৬৬ কেজির ভোল মাছ, ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে জেলের জালে ১৬৬ কেজি ওজনের একটি বিরল আকৃতির ভোল মাছ ধরা পড়েছে। মাছটির বৈজ্ঞানিক নাম রায়ামাচ বোলা। স্থানীয় লামার বাজারে মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জালে বিশাল এই ভোল মাছটি আটকা পড়ে।

নৌকার মালিক আব্দুর রহিম জানান, ভোল মাছটি তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।

স্থানীয় জেলে গফুর আলী বলেন, এত বড় মাছ জীবনে প্রথম দেখলাম , মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।

মাছটির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। করিম সওদাগর বলেন, মাছটি রাজধানী ঢাকায় বিক্রি করা হবে, ফ্রিজিং করে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়লেও এত বড় মাছ সাধারণত দেখা যায় না। প্রজননকাল বৃদ্ধি পাওয়ায় মাছের আকৃতি বাড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।