সকাল ৯:২৭, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেঁজগাওয়ের উপকমিশনার (ডিসি) হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।