রাত ১০:১৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের প্যাদা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মোতালেব তার বড় বোনের সঙ্গে বসে কলা খাচ্ছিল। এ সময় হঠাৎ কলার টুকরো গলায় আটকে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “শিশুটিকে আমরা মৃত অবস্থায় পাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার গলায় কলা আটকে গিয়েছিল। কলা গলায় আটকে শিশু মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে।”