রাত ১০:২৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রায় দীর্ঘ ২ বছর পর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ৫৬ মেট্রিক টন ভারতীয় টমেটো আমদানি করা হয়েছে। এতে বাজারে টমেটোর দাম কমবে বলে আশা করছেন ক্রেতা-বিক্রেতারা।
রোববার (২১ সেপ্টেম্বর) সারাদিনে দুইটি ট্রাকে করে এই ভারতীয় টমেটো সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে অবস্থিত কাঁচা বাজারের ব্যবসায়ী আসজর আলী জানান, আজকে পাইকারিভাবে টমেটো বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। তবে পাঁচদিন আগে টমেটোর দাম কম ছিলো। তখন পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছিলো ৯০ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ১১০ টাকা কেজি দরে। টমেটো আমদানি হলে এবং বাজারে সরবরাহের পরিমাণ বাড়লে দাম কমতে পারে।
বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো অনেকদিন ধরে আসা বন্ধ ছিল। আজকে হঠাৎ করেই দুটি ট্রাকে টমেটো আমদানি করা হয়।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, এই স্থলবন্দরটি দিয়ে টমেটো তেমন আসে না। প্রায় দুই বছর পর আজকে টমেটো এসেছে। আজকে সারা দিনে অন্যান্য পণ্যের সাথে প্রায় ৫৬ মেট্রিক টন ভারতীয় টমেটো আমদানি করা হয়েছে।