এনএসএস পরিচালিত চকরিয়ায় মা স্বাস্থ্য সেবা পরিদর্শন করলেন স্বাস্হ ও পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক                      

এনএসএস পরিচালিত চকরিয়ায় মা স্বাস্থ্য সেবা পরিদর্শন করলেন স্বাস্হ ও পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক                      
ক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সেচ্ছাসেবী সংস্হা  এনএসএস পরিচালিত মা স্বাস্হ্য সেবা কন্দ্র পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক  ও লাইন ডাইরেক্টর ক্লিনিক্যাল সার্ভিস মো. মাহমুদুর রহমান ও পরিচালক  ও লাইন ডাইরেক্ট আইইএম ইউনিট আব্দুল লতিফ মোল্লা।  এসময় উপস্হিত ছিলেন কক্সবাজার পরিবার পরিকল্পনা অফিসের কনসালটেন্ট ও বিটিটির মিডিয়া টিম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, এশিয়ান এইজ প্রত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বশির আল মামুন।  পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্হিত এ কেন্দ্রে তারা ঘন্টা ব্যাপী বিভিন্ন সেবাকার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা মা স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভুয়োশী প্রশংসা করেন। পরিচালকদ্বয় বলেন এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশের এসডিজি অর্জনে ব্যাপক ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন। এ সময় চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভুক্ত ও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এনএসএস পরিচিত মা স্বাস্থ্য সেবা কেন্দ্র  মা- শিশু স্বাস্থ্য সেবায় চকরিয়াতে অনেক কাজ ও সেবা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী আন্তরিকতার সহিত কাজ করছে। এ প্রতিষ্ঠানের ম্যানেজার বিজন কুমার বিশ্বাস বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত মধ্যম আয়ের দেশ। আমরা এনএসএস পরিবার এ লক্ষ্য অর্জনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন প্রতিটি মানুষ তাদের সাধ্যের মধ্যে কম খরচে ভাল চিকিৎসা নিতে পারে এবং মানুষ জানুক যে স্বাস্থ্য সেবা দেশের নাগরিকদের একটি ন্যাহ্য অধিকার। সে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন প্রত্যেক গর্ভবতী মা যেন ক্লিনিক্যাল ডেলিভারি হয় সে বিষয়ে মাঠ পর্যায়ে ও জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করা হচ্ছে। উল্লেখ্য মা স্বাস্থ্য সেবা কেন্দ্র ইতোমধ্যে ক্লিনিক্যাল ও মাঠ পর্যায়ে কাজের স্বীকৃতি স্বরূপ পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে পরপর দুইবার শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠানের সম্মান অর্জন করেছে এবং মা- শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবায় এলাকাবাসীর মধ্যে আস্হার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। একজন সেবা গ্রহীতা জানান মা স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কম খরচে রুগীকে সেবা দিয়ে থাকে। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কম খরচে গর্ভবতী চকআপ, নরমাল ডেলিভারি, মাসিক নিয়মিত করন( এমআর), গর্ভপাত পরবর্তী সেবা (প্যাক) সহ পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান