নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের প্রেসব্রিফিং

নীলফামারীতে গণমাধ্যমকর্মীদের সাথে পুলিশ সুপারের প্রেসব্রিফিং
নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে প্রেসব্রিফিং হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেসব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।ব্রিফিং এ পুলিশ সুপার মাদক, চুরি ডাকাতি, কিশোর গ্যাং, মোবাইল জুয়া, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি গত ৮ মাসের পরিচালিত আইন শৃঙ্খলা কার্যক্রম, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের বর্ণনা দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম, ডিআইও ওয়ান মোঃ আব্দুর রাজ্জাক, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পরভেজ উজ্জল, নীলফামারী জেলা রিপোর্টাস ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি স্বপ্না আক্তার, গ্লোবাল টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি সোহেল রানা, মর্নিং গ্লোরি জেলা প্রতিনিধি আবু হাসান , দৈনিক স্বাধীন মত নীলফামারী জেলা প্রতিনিধি  মোহাম্মদ সামিউল আলম সায়মন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

More News...

রোববার থেকে চালের বস্তায় তথ্য দেওয়া বাধ্যতামূলক

বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না: কাদের