টিকাটুলীর মোড়ে একটা সিনেমা হল রয়েছে…ভাইরাল সেই গানের শিল্পীর কী খবর?

টিকাটুলীর মোড়ে একটা সিনেমা হল রয়েছে…ভাইরাল সেই গানের শিল্পীর কী খবর?

বিনোধন ডেস্ক : একটিমাত্র গান দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তাঁরা। ‘বলব না গো আর কোনো দিন’, ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’, ‘অপরাধী’, ‘ও টুনির মা’, ‘নয়া দামান’ প্রকাশের পরই রাতারাতি শ্রোতাদের কাছে পরিচিত হয়ে ওঠেন গানগুলোর শিল্পীরা। রীতিমতো তারকা বনে যান তাঁরা। ভাইরাল হওয়া সেই শিল্পীরা এখন কেমন আছেন? কেমন যাচ্ছে তাঁদের দিনকাল? পর্ব–০২
ভক্তদের কাছে তিনি ‘টিকাটুলী মতিন’ নামেই বেশি পরিচিত। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় ‘টিকাটুলীর মোড়ে একটা সিনেমা হল রয়েছে’ গানটি গেয়ে তুমুল দর্শকপ্রিয়তা পান মতিন চৌধুরী। তারপর কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে ‘পান্থপথের মোড়ে একটা থ্রিডি হল রয়েছে’ শিরোনামে একটিমাত্র গান করেছেন। তারপর তাঁর আর কোনো গান পাওয়া যায়নি।

কেন গান করেননি, জানতে চাইলে গত রোববার মুঠোফোনে মতিন চৌধুরী বলেন, ‘টিকাটুলী গানটি করার সময়ই বলেছিলাম, এটি দর্শক শুনবে, তা–ই হয়েছে। আমার লেখা এমন আরও চারটা গান রয়েছে, যেগুলো ঠিকমতো করতে পারলে ভাইরাল হবে।

কিন্তু আমি তেমন কোনো স্পনসর পাচ্ছি না। যে কারণে নতুন গানে হাত দিতে পারছি না। এ ছাড়া আমার ৫০–৬০টি গান লেখা আছে। এই গানগুলো নিয়েও এখন সাহস করে এগোতে পারছি না। এই নিয়ে মনঃকষ্ট আছে।’

‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে’ গানটি ২০০৫ সালে তৈরি করা হয়। কিন্তু সেবার গানটি মুক্তি দিতে পারেননি তিনি। অর্থের জন্য বিলম্ব হয় গানটি প্রকাশের। কিন্তু হাল ছেড়ে দেননি এই গায়ক। ৫ বছরের চেষ্টার পর ২০১০ সালে মতিন চৌধুরী বের করেন তাঁর প্রথম অ্যালবাম ‘জীবন হলো সিগারেটের ছাই।’ ওই অ্যালবামে ‘টিকাটুলীর মোড়ে’ গানটি রাখেন তিনি। তখন শ্রোতাদের মুখে ঘুরতে থাকে গানটি। পরে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় গানটির কিছু অংশ পরিবর্তন করা হয়। নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়। সেই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন মতিন চৌধুরী।

বর্তমান গান নিয়ে তেমন ব্যস্ততা নেই। তিনি জানান, এখন কনসার্ট করেই জীবিকা নির্বাহ করছেন। প্রায়ই ভক্তদের কাছ থেকে শুনতে হয়, নতুন গান কবে আসছে। কোনো উত্তর দিতে পারেন না।

কারণ, ভক্তদের কথা দিয়ে আশাহত করতে চান না তিনি। চেষ্টা করে যাচ্ছে স্পনসরের। তিনি বলেন, ‘টিকাটুলীর মোড়’ গানটি সবার মুখে মুখে ঘোরে, এটাই বড় পাওয়া। তবে গানটিকে যখন অনেকে মজা হিসেবে কিংবা উপহাস করে গায়, তখন একটু খারাপ লাগে। সব গানের পেছনেই মেধা ও পরিশ্রম থাকে।’

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ