হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করতে চান আসিফ

হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করতে চান আসিফ

বিনোদন ডেস্ক : ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ সালেহ আহমাদ তাকরিম। কিশোর এই কোরআনের পাখির অনন্য অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এই উপলক্ষ্যে শিগগির তার সঙ্গে দেখা করতে চান তিনি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের এই ইচ্ছার কথা তুলে ধরেন আসিফ। তিনি লেখেন, ‘দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তাকরিমের সাথে একটা অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। স্বল্পভাষী কিশোর তাকরিমকে শুরু থেকেই খুব ভালো লাগে আমার।’

তার কথায়, ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজগণ ইতোমধ্যে সমীহ জাগানিয়া অবস্থান তৈরি করে ফেলেছেন। এটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। হাফেজ তাকরিম সেই দলের গূরুত্বপূর্ণ সদস্য হিসেবে সাকিব আল হাসানের মতই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে যাচ্ছেন।’

এই অনন্য অর্জনে তাকরিমের পরিবার, শিক্ষকমণ্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি গায়ক। দ্রুততম সময়ের মধ্যে তারকা হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার বাসনার কথাও জানান আসিফ।

তিনি বলেন, ‘ওর চেহারার সরলতা, মৃদূ মিষ্টি হাসি আর চোখজুড়ে খেলতে থাকা দ্বীপ্তিময় আভা আমার খুব ভালো লাগে। অভিনন্দন জানাই হাফেজ তাকরিমের পরিবারকে। স্যালুট জানাই তার শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীকে। শুভেচ্ছা রইল তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকা- মাদ্রাসা ম্যানেজমেন্টের জন্য। দ্রুততম সময়ে কিশোর সেলিব্রিটি হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষন করি। অভিনন্দন তাকরিম, পুরো দেশ আজ তোমার জন্য গর্বিত।’

উল্লেখ্য, তাকরিম রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী। এর আগে, ইরান ও সৌদি আরবে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান