৬শ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ ময়মনসিংহে গ্রেফতার ১৯

৬শ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ ময়মনসিংহে গ্রেফতার ১৯

ময়মনসিংহ প্রতিনিধি : কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ অন‍্যান‍্য অপরাধ মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ফখরুল ইসলামের ছেলে মোঃ হামিদুল (৩৪), মোঃ ফরিদের ছেলে রবিন (২৩), আহাম্মদ আলীর ছেলে মোঃ মোজাম্মেল(২২), লিটন মিয়ার ছেলে আল আমিন(২১), লিয়াকত আলীর ছেলে মফিদুল ইসলাম (১৯), শ্রী নারায়ন চন্দ্র ধরের ছেলে তন্ময় কুমার ধর (৩২), চিত্ত রঞ্জন সেনের ছেলে বাধন চন্দ্র সেন(২৪), মৃত লিটন চন্দ্র পালের ছেলে সুমন চন্দ্র পাল (২২), মৃত মন্তুষ চন্দ্র পন্ডিতের ছেলে মলিন চন্দ্র পন্ডিত (৪৫), আবুল কাশেমের ছেলে সোহেল মিয়া (৩০), ইমান আলীর ছেলে মোঃ জুয়েল (২৫), মৃতঃ মোতালেবের ছেলে মোঃ মোখলেছ (২৭), মোহাম্মদ আলীর ছেলে মোঃ হৃদয় মিয়া (২৮), মোঃ মমরুজ আলী বেপারীর ছেলে মোঃ ইসমাইল হোসেন, মোঃ দুলাল মিয়ার ছেলে মনিরুল ইসলাম, মৃতঃ আবুল কালাম আজাদের ছেলে একেএম ফজলুল হক, একেএম ফজলুল করিমের স্ত্রী আসমা খাতুন, মৃতঃ আঃ মতিনের ছেলে তানজির মাহমুদ, শ্রী নারায়ন চন্দ্র ধরের ছেলে তন্ময় কুমার ধর।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকাসহ জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গত ২২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উল্লেখ্য একই ব্যক্তির নামে একাধিক মামলা-ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গত ২২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উল্লেখ্য একই ব্যক্তির নামে একাধিক মামলা-ওয়ারেন্ট আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান