ময়মনসিংহে রমজান উপলক্ষে কঠোর অবস্থানে জেলা পুলিশ

ময়মনসিংহে রমজান উপলক্ষে কঠোর অবস্থানে জেলা পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর নির্দেশনায় আসন্ন রমজান উপলক্ষে জনগণের হয়রানি বন্ধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ এবং যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। এরই প্রেক্ষিতে ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া রোডের দাপুনিয়া বাজার এলাকায় যানজট নিরসনের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে স্বস্তি আনতে দাপুনিয়া বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।

বুধবার বিকালে তিনি জনদুর্ভোগের অন্যতম দাপুনিয়া বাজার পরিদর্শন এবং যানজট নিরসনকল্পে করণীয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সিটি কর্পোরেশন এর কর কর্মকর্তা সহ দাপুনিয়া বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যানজট নিরসনে ওসি শাহ কামাল আকন্দের ব্যাতিক্রমী উদ্যোগে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয়বাসিদের আস্থা এবং বিশ্বাস ওসি শাহ কামাল আকন্দের এই উদ্যোগের ফলে ময়মনসিংহ ফুলবাড়িয়া রোডের দাপুনিয়া বাজারের যানজট নিরসন হবে। দ্রব্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে তিনি বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়িকদেরকে নিদিষ্ট দামেই পণ্য বিক্রি করার পরামর্শ দেন।

More News...

বিড়ি শিল্পের শুল্ক প্রত্যাহারসহ পাঁচ দাবিতে বগুড়ায় মানববন্ধন

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ